শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ইউএইচও শামীম আক্তার, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সূচনা এনজিওর টেকনিক্যাল অফিসার মোঃ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদেরকে প্রতিদিন যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ার কথা তা আমরা খাচ্ছিনা। আমাদের কে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খেতে হবে। এরজন্য সচেতনতা দরকার।