শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ৪৮ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত (৬ ডিসেম্বর) মঙ্গলবার রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর দিক-নির্দেশনায় বানিয়াচং থানায় কর্মরত এসআই/সবুজ কুমার নাইডু সঙ্গীয় ফোর্সসহ বানিয়াচং থানার ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা (নগরহাটি)গ্রামের মৃত গৌর মহন বৈষ্ণবের পুত্র সমেন্দ্র বৈষ্ণব (২৯)কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামীর নিজ বসতঘরের শয়নকক্ষের চৌকির নিচ হইতে ০৩টি সাদা জারকিনে রক্ষিত মোট ৪৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে ।