শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহ্দত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বংবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউএইচও শামিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিপুল ভূষন রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া,শাহজাহান মিয়া,কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন লাল,যুবলীগ নেতা শাহিবুর রহমান, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ডাঃ সজীব হাসান, ডাঃ ইশতিয়াক, পল্লীবিদ্যুত ডিজিএম মামুন মোল্লা, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, সাবরেজিস্টার ইসমত পাশা।
প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া সাংবাদিক আক্তার হোসেন আলহাদী,তাওহীদ হাসান,আলমগীর রেজা,এনায়েত হোসেন, শাহ সুমন প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১৫ আগস্ট শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।