শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপির ২৬ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষক, আইনজীবী ও সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের মৃত্যু বার্ষিকী ১৯৯৭ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন উপজেলা আওয়ামী লীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
শনিবার দিবসটি পালন উপলক্ষে নানান কার্যক্রম গ্রহণ করা হয়। বাদ ফজর স্থানীয় আশকর উল্লা জামে মসজিদে খতমে কোরআন পাঠ করা হয়। দুপুরে হবিগঞ্জ জেলা যুবলীগ ও উপজেলা যুবলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পস্থবক অর্পণ করা হয়। বাদ যোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে মরহুমের কবরে সুরা ফাতিহা পাঠ করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রেজাউল মোহিত খান, আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, কবির মাষ্টার, বিপুল ভূষণ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আসাদুর রহমান খান, আবুল হোসেন, আলী রহমান মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমীর হোসেন নিয়াশা,আব্দুল কাদির,আবুল ফজল, মোশাহেদ মিয়া, তৈয়ব চৌধুরী, সাজিদ আলী তালুকদার, আব্দুল কুদ্দুস শামীম,নানু মিয়া,মাসুম খান, উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, ছায়েব আলী, মাসুদ খান, সুবেদ আলী, শাহজাহান মিয়া, বাবুল মিয়া, আজমল হোসেন খান, আসাদুজ্জামান তুহিন, নূরুল ইসলাম মাষ্টার, কাওসার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বাপ্পি, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান লুকু, সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, মাহমুদুল হাসান খান মামুন, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান নাবিলইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ও আনোয়ার হোসেন, মহিউদ্দিন আগাখান, মাওঃ আশিকুল ইসলাম, জাকির হোসেন মাষ্টার, সাবেক ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ শিহাব। এ ছাড়া ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,
কৃষকলীগ,শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।