শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও আইসিটি ৪-ই জেলা এম্ব্যাসেডরদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে কাওছার শোকরানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পিকার এডঃ আব্দুল মজিদ খান। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, উপাধ্যক্ষ শামসুজ্জামান, অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া, শিক্ষক গোলাম আকবর চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, শিক্ষক আবু ইউসুফ প্রমুখ।