শাহ সুমন, হবিগঞ্জ থেকেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮.টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের স্থাপিত অস্থায়ী মূর্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পিকার এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, পি আই ও মলয় কুমার দাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ কৃষক লীগ আহবায়ক কামাল উদ্দিন লাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল ঠাকুরের নেতৃত্বে পুস্পস্থবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।