শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি ঃ বানিয়াচংয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটি। ১৭ (জুলাই) রবিবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রান বিতরণ করা হয়েছে।
বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী’র সভাপতিত্বে ও হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিআইপি বদরুল ইসলাম
চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, যোবায়ের আহমেদ, শেখ দরবেশ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য লেমন হোসেন,ইউপি সদস্য ধনমিয়া।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বন্যাদুর্গতদের উদ্দেশ্যে বলেন,সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটি সবসময় আপনাদের পাশে থাকবে। আগামীতে ও আপনারা আমাদের কাছ থেকে ত্রান ও বিভিন্ন সহযোগিতা পাবেন।