
শাহ সুমন,বানিয়াচং,প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল মাঠের দখল নিয়ে দু‘দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন।
৩০ জুলাই শুক্রবার বিকাল ৫টায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের এড়ালিয়া পাড়াস্থ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের পাশের পাড়া কালিকাপাড়া, লামাপাড়া, এড়ালিয়াড়া, সাগরদিঘীর পশ্চিম পাড় এলাকার ছেলেরা মিলে প্রতিদিনই অন্য পাড়ার ছেলেদের ফুটবল প্যাকট্রিস ও খেলতে বাধা প্রদান করে।
শুক্রবার বিকেলেওতাম্বুলীটুলা,দোকানটুলা,বাগ
মহল্লা,তোপখানা, খন্দকার মহল্লা ও সাউথপাড়া এলাকার ছেলেরা ফুটবল খেলতে গেলে ষ্টেডিয়াম এলাকার মহল্লার ছেলেরা বাধা প্রদান করে। দু‘পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে করে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। এ ব্যাপারে সূর্যসেনা ফুটবল টিমের খেলোয়ার পিয়াস হোসেন জানান, ষ্টেডিয়াম এলাকার আশপাশের অখেলোয়ার ও বখাটে ছেলেরা আমাদেরকে ফুটবল প্যাকট্রিস ও খেলতে বাধা দেয়।উপজেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা এর সঠিক বিচার চাই।
এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারন সম্পাদক শাহিবুর রহমান জানান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওসাধারন সম্পাদক মহোদয়ের নির্দেশে দুই দিনের জন্য যাবতীয় খেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন,ফুটবল মাঠের আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছে। পুলিশ ঘটনাস্থলে পৌছার কারনে বড় ধরনের ঘটনা ঘটে নাই।বিষয়টি ক্রীড়া সংস্থা ও নেতৃত্বস্থানীয়রা দেখবেন বলে থানাকে অবহিত করেছেন।