শাহ সুমন, বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় থানা পুলিশের অভিযানে মোঃ মামুন(২২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমংগল কান্দির মালেক মিয়ার পুত্র।
গত ২০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মামলাটি দায়ের করেছেন বানিয়াচং উপজেলার একই ইউনিয়ন ও একই গ্রামের হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ আদালতে দায়ের করা মামলায় জানা যায়, একটি পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে বাদী পক্ষের আলেম পরিবারকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন ও তার অপর সংগী মোঃ আমীন (২৩) পর্ণোগ্রাফি তৈরি করে। মামলার বাদী হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও তার স্ত্রী’র ছবি ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে স্টীল ছবি ছাপিয়ে মোটা অংকের চাদা দাবী করে আসছিলো।
বিভিন্ন স্থানে এ ধরনের পর্ণোগ্রাফি প্রচার করায় বাদীর স্ত্রী ৩ সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন। আসামীদের অব্যাহত হুমকি ধামকিতে অতিষ্ঠ হয়ে মামলা করতে বাধ্য হন।
বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে বানিয়াচং থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য সচেষ্ট হন ১৯ জানুয়ারি বুধবার মামলার প্রধান আসামি মোঃ মামুন কে গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাদীর এক আত্মীয় জানান,এলাকার একটি স্বনামধন্য আলেম পরিবারকে হেয়প্রতিপন্ন করতে অপরাধীরা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন পর্ণোগ্রাফি আইনে এক আসামী গ্রেফতারের কথা স্বীকার করেন।।