শাহ সুমন, বানিয়াচং, থেকে: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণের চেষ্টাকারী ১ আসামি সহ ১০ জন আসামিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
০৪ ডিসেম্বর রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন‘র দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই শামছুল ইসলাম, এসআই ওমর ফারুক, এসআই সনজয় সিকদার, এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ তোহা, এএসআই রিমন ঘোষসহ সংগীয় ফোর্সের সহায়তায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধর্ষণের চেষ্টার অভিযেগের আসামি ১। মোছাব্বির মিয়া(৩০) পিতা: মৃত মহিত মিয়া, গ্রাম শিবপাশা, থানা- আজমিরীগঞ্জ হবিগঞ্জ, বর্তমানে বানিয়াচং কালিকাপাড়া। এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ২। শেখ মোঃ ছালমান মিয়া, ৩। শেখ মোঃ আবু লায়েছ, ৪। শেখ মোঃ আবু নাছের, পিতা: শেখ আব্দুল আজিজ, গ্রাম ইকরাম, ৫। রমজান মিয়া(৩৫), পিতা- মৃত কুদ্দুস আলী, গ্রাম খাগাউড়া, ৬। এবাদুর রহমান, পিতা মৃত ইনছাক উল্ল্যাহ, গ্রাম এড়ালিয়া, এ/পি গ্রাম হোসেনপুর, ৭। মোঃ খেলু মিয়া(৩০), পিতা আলীমুর, গ্রাম নয়াপাথারিয়া, ৮। মোঃ রমজান আলী, পিতা- মহরম আলী, গ্রাম নতুন পাথারিয়া ৯। মোঃ হাফিজুর রহমান, পিতা- কাছুম আলী, গ্রাম বাসিয়াপাড়া, ১০। সেফু মিয়া, পিতা মৃত লাল মিয়া, গ্রাম হিয়ালা, সর্বথানা বানিয়াচং গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দৈনিক বাংলা এক্সপ্রেস‘কে জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।