শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।বুধবার দিবাগত রাতে ১৯ আগস্ট ডাকাতদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের দাসপাড়া গ্রামের আজিজুর রহমানের পুত্র জাকারিয়া রহমান উজ্জ্বল(৩০) ও ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামের ছমেদ আলীর পুত্র রাহুল(২৬)।বানিয়াচং থানা সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী ওই দুই ডাকাতকে গ্রেফতার করতে অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন নির্দেশ প্রদান করেন।
সঙ্গীয় ফোর্স সহ এসআই শামসুল ইসলাম ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিন পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত উজ্জ্বলকে নিজ বাড়ী থেকে ও ডাকাত রাহুল কে বুরুজ পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বানিয়াচং উপজেলার চুরি-ডাকাতি সহ সকল ধরনের অপরাধ নির্মূলে বানিয়াচং থানা পুলিশ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে চিহ্নিত চোর ডাকাত ও মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।