শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বড়বাজার ও সারং বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃরফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,এসআই মনির হোসেন,দায়িত্বপ্রাপ্ত তহশিলদার মো রেজাউল করিম,ডিলার শাহিবুর রহমান ও জুয়েল রহমান, সাংবাদিক নূরুল ইসলাম, শাহ সুমন, ইউপি সদস্য ডলি আক্তার, শাহেদ মিয়া,বুলু মিয়া,শহিদ মিয়া প্রমুখ।
আসন্ন রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে সরকার ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে বিশেষ কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় টিসিবি’র পন্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে।
বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের জন্য ১৩ হাজার ৭১টি কার্ড বরাদ্দ করা হয়েছে। উদ্ধোধনী দিনে মোট ১ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবারের মধ্যে ২ কেজি তেল,২ কেজি চিনি ও ২কেজি ডাল ভর্তুকি মূল্যে সরবরাহ করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, কঠোর নজরদারি রাখা হচ্ছে বাজার ব্যাবস্থা কে। নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য সরকারের নির্দেশনায় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূলে পণ্য সরবরাহ করা হচ্ছে। কেউ কোনরূপ অনিয়ম করলে কোন ছাড় দেওয়া হবেনা।