শাহ সুমন, বানিয়াচং থেকে: হবিগঞ্জ বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিকনির্দেশনায় (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এএসআই হারুন অর রশিদ ও এএসআই তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়।
গ্ৰেফতারকৃত আসামীগন হলেন মোঃ আশিক মিয়া (২২) পিতাঃ মৃত সাওদ উল্লাহ, গ্ৰাম যাত্রাপাশা, ২। মোঃ আজিজ মিয়া (৩৪) পিতাঃ খাজা হোসেন, গ্ৰামঃ বাগহাতা, ৩। ইছাক আলী (৩৪) পিতাঃ আছমত আলী,গ্ৰামঃ বাঘহাতা,থানা বানিয়াচং জেলা- হবিগঞ্জদের গ্ৰেফতার করা হয়।
Drop your comments: