শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ২ আগস্ট একদিনেই ১০জনের মৃত্যুতে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অনেকেই পোস্ট দিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।আর উদ্বিগ্নদের অনেকেই ৩ আগস্ট বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টীকা নেওয়ার জন্য ভীড় করছেন।কার আগে কে টীকা নিবে এর জন্য নিবন্ধন যারা করেছেন তারা হুড়োহুড়ি করছেন বলেও জানা যায়।
বানিয়াচং উপজেলায় বিগত একমাস যাবৎ প্রতি ঘরে ঘরেই জ¦র,স্বর্দি,কাশ,শরীর ব্যাথা,মাথা ব্যাথার উপসর্গ নিয়েও করোনার পরীক্ষা না করিয়ে নির্লিপ্তভাবে ঘুরাঘুরি করেছেন অনেক মানুষ।
কিছু কিছু মানুষের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলেও তাদের স্বজনরা বিষয়টি এড়িয়ে গেছেন বা সাধারন অসুস্থতা বলে চালিয়ে গেছেন।
বানিয়াচংয়ে চলতি বছরে করোনায় আক্রান্ত হয়েছেন ২শ ৪৯জন। চিকিৎসাধীন রয়েছেন ১শ ৮০জন। সুস্থ হয়েছেন ৬৯জন।বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন। হবিগঞ্জ সিলেট কিংবা অন্য জায়গায় যারা মারা যাচ্ছেন তাদের হিসাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবের মধ্যে নাই।
১ আগস্ট বানিয়াচংয়ের ১ জন পুরুষ ও ১ জন মহিলা করোনায়া আক্রান্ত হয়ে মারা গেছেন।২ আগস্ট ১০ জন মারা গেছেন এরমধ্যে কেউ কেউ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। কেউ বা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ব্যাপারে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শামীমা আক্তার বলেন, একদিনেই যে ১০ জন মারা গেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে সমস্ত রেকর্ড আমাদের কাছে নেই। হতে পারে কেউ কেউ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।