শাহ সুমন: বানিয়াচংয়ে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। আহত কিশোরের নাম নাইম মিয়া (১৬)।
সে বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের চানপাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র। ৩০ নভেম্বর বুধবার সকাল ১০ টায় বাড়ির পার্শবর্তী উচু গাছের ডালে আর্জেন্টিনা ফুটবল টিমের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎতের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় নাইমের চিৎকার শুনে তার চাচা মোছাব্বির মিয়া এগিয়ে এসে বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে তাকে বিচ্ছিন্ন করেন।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।আহত কিশোর নাইমের এক হাত পুড়ে গেছে। চিকিৎসকরা তাকে শংকামুক্ত ঘোষণা করেছেন। এ ব্যাপারে আহত কিশোর নাইম জানান, আমার মত কেউ এই ভূল করবেন না। নিজের জীবন বড়। এ ব্যাপারে নাইমের বাবা ফুল মিয়া জানান, আমার ছেলে যে ভূল করেছে এই ভূল যেন আর কেউ না করে।
আমার ছেলেরে আল্লাহ বাচিয়েছেন।আল্লাহর কাছে শুকরিয়া। প্রত্যেক বাবা মা সতর্ক থাকবেন। অন্য দেশের পতাকা টানানো সরকারিভাবে বন্ধ করার দাবি জানাচ্ছি।