শাহ সুমন বানিয়াচং: বানিয়াচং উপজেলা পরিষদ আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ২৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন) মিয়া, চেয়ারম্যান, মিজানুর রহমান খান, চেয়ারম্যান, শামসুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মলয় কুমার দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, সমবায় সমিতি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, চেয়ারম্যান, মোঃ আব্দুল আহাদ, আফরান উদ্দিন, ফরিদ আহমেদ, মাসুদ কৌরাশী মক্কী, হাফেজ মোঃ সামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
মাসিক সভায় উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও উপজেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।