শাহ সুমন, বানিয়াচং: বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।
সোমবার (২৭ মে) দুপুর সাড়ে বারোটার দিকে দ্বিতীয় বারের মত নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দিকী । এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং ১নং উত্তর- পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ৮ নং ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ কোরানী মক্কী, ১নং উত্তর- পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ( ৮ মে) বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খান, (আনারস) প্রতীকে ৪২ হাজার ৮ শ ২৩ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।