শাহ সুমনঃ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে “নতুন কারিকুলাম বিস্তরণ কর্মসূচির আওতায় শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ” সমাপ্ত হয়েছে।বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যাবস্থাপনায় ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ৫ দিনের এই প্রশিক্ষণটি বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।দুপুর ১২টায় এ উপলক্ষে প্রশিক্ষণ মনিটরিং করতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস, মেধবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, হলদারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাস।এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রধান শিক্ষক বদরুল ইসলাম, সুকেশ পাল, শিক্ষিকা দীপুরাণী মন্ডল প্রমুখ।প্রশিক্ষণে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ৪১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লা বলেন, শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়তই নতুন নতুন বিষয় আসছে।
মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন কারিকুলাম চালু করার নির্দেশ প্রদান করেছেন।এগুলো বাস্থবায়ন করার দায়িত্ব শিক্ষকদের।তাই শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার উন্নয়ন ও প্রসার ঘটানো সম্ভব হবে।