শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক স্বামী আজম খা ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, মোছাঃ আছমা খাতুন ও আসামী আজম খা (৪৬) তারা স্বামী স্ত্রী। বিগত তিন বছর পূর্বে আসামী আজম খা দ্বিতীয় বিবাহ করে। শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে সূষ্টি হয় ঝগড়া ও মামলা মোকদ্দমা।
আজম খা ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা বেগম সহ গত- (২৪ মার্চ) রোজ বৃহস্পতিবার প্রথম স্ত্রী আছমা খাতুন থানায় একটি মামলা দায়ের করেন।আজম খা ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা বেগম দায়েরকৃত মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে ঝগড়া হয়। পারিবারিক বিভিন্ন কলহের জের ধরে আজম খা ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা বেগম রাতের অন্ধকারে প্রথম স্ত্রী আছমা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই সবুজ কুমার নাইডু, এএসআই হারুন অর রশিদ, এএসআই চিত্ত রঞ্জন, এএসআই মহসিন মিজিসহ সংগীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার কৃত আসামী বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকার মৃত মমিন খার ছেলে আজম খা(৪৬) একই এলাকার মোঃ আজগর আলীর মেয়ে হুসনা বেগম (৩৫)কে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
এবং হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।