শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্ত্রীকে কুপিয়ে জখম কারী স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।
(২ এপ্রিল) শনিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার দুপুরে আসামি রুবেল মিয়া এবং স্ত্রী রিমা বেগমের মধ্যে অনেকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিলো।
দুজনের মধ্যে মনোমালিন্য থাকায় স্ত্রী রিমা বেগম উপজেলার অন্তর্ভুক্ত খাগাউরা ইউপির সাদকপুরে ১ বছর ধরে পিতার বাড়িতে বসবাস করছেন।গত (১ এপ্রিল) শুক্রবার আসামি রুবেল মিয়া শশুর বাড়িতে এসে ঝগড়া -বিবাদ শুরু করেন।
একপর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।