October 18, 2024, 9:25 pm
সর্বশেষ:
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ভারতীয় জেলে আটক অর্থের অভাবে বন্ধের পথে উদ্ভাবক মিজানের ফ্রি মডেল মাদরাসা ‘ফ্রি খাবার বাড়ি’ ও এতিমখানা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বান্দরবানে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক সংগঠনের অফিস দখলে নিয়ে ব্যক্তিগত অফিস বানালেন বিএনপি নেতা হাসান সাতক্ষীরায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চন্দ্রপাল আটক ইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: কামালুদ্দিন জাফরী আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবাহী কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান চোরাইপথে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক 

বানিয়াচংয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

  • Last update: Tuesday, August 27, 2024

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম।

(২৭ আগস্ট) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার থানা গোল ঘরের ভিতরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি তদন্ত মো: আব্দুর রহিম সহ এতে অংশ নেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, এম এম খোকন, জীবন আহদমেদ লিটন, হা:শিব্বির আহমেদ আরজু, মো:সাহিদুর রহমান, ফজলে এলাহী যাদু, কামরুল হাসান কাজল ও আবুল বাশার সুয়েম প্রমুখ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। গত ২৩ আগস্ট শুক্রবারে বানিয়াচং থানায় আমি নতুন যোগদান করেছি। বানিয়াচংয়ের বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ তাই বানিয়াচংয়ের আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বানিয়াচংয়ে ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি স্থানীয় লোকদের সহযোগীতাও কামনা করছি।

বায়িাচংয়ের সর্ব স্তরের আলেম-ওলামা, মসজিদের ঈমামগণ, সুশীলসমাজ, ছাত্রসমাজসহ স্থানীয় লোকদের সাথে বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন নিয়ে বৃহত ভাবে মতবিনিময় করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার প্রস্তুতি নিয়েছি, আশা করছি খুব তারাতারিই আমরা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দিতে পারবো। পুলিশ ক্লিয়ারেন্স করতে সরকারি ৫‘শ টাকা ফি্ ছাড়া ভাড়তি কোনো ফি্ নেই। যদি কোন পুলিশ সদস্য বা কোনো দালাল পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সরকারি ফি্ ছাড়া এবং থানায় জিডি করতে টাকা চায় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করার আহবান জানান। 

তিনি বলেন, বর্তমানে আমরা উপজেলা বি.আর.ডি.বি অফিসে অবস্থন করছি, সেখানে আমরা কোনো সুবিদা পাচ্ছিনা, আমাদেরকে যদি বানিয়াচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আপাদত থানা ভবন ও থানা কটেজ গুলো মেরামত হওয়ার আগ পযর্ন্ত সেখানে অবস্তানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে পুরোপুরি ভাবে থানার কার্যক্রম চালো করা যেতো।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC