শাহ সুমন বানিয়াচং ঃ- স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (১২ মে) ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল বারোটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুরর রহমান ও সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম একাডেমি সুপারভাইজার, সম্পদ কান্তি দাস তালুকদার,প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ করা ও আগ্রহী করা। এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানো।