শাহ সুমন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ভলিবল প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
(১৯ ফেব্রুয়ারি) শনিবার সকালে ক্রীড়া পরি দপ্তরের বার্ষিক ২০২১-২২ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে উক্ত ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করা হয়।
আলী ইদ্রিস হাইস্কুল এর প্রধান শিক্ষক লায়ন লিটন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। কেননা খেলাধুলা শরীর ও মন সতেজ রাখে। খেলাধুলার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনযোগী হতে সাহায্য করে। এসময় দলীয় এবং স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন