শাহ সুমন (বানিয়াচং)প্রতিনিধি:বানিয়াচং বক্সিং একাডেমির বক্সারদের প্র্যাকট্রিস সুচারুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে।
বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের একটি প্রতিনিধি দল ৪ আগস্ট বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করে যান।
ফেডারেশনের যুগ্ম-সাধারণ মোতালেব হোসেন একাডেমির কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন বানিয়াচং বক্সিং একাডেমির পাশে থাকবে।
রবিবার ২০ আগস্ট বিকাল ৩ টায় বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ কে এম এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।বানিয়াচং বক্সিং একাডেমির পক্ষে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন বানিয়াচং বক্সিং একাডেমির প্রতিষ্টাতা ও প্রশিক্ষক উস্তাদ জুয়েল রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সি ই ও জহির চৌধুরী, বক্সিং কোচ সফিউল আজম মাসুদ, ইন্টারন্যাশনাল বক্সার মো: আরিফ, মো: জুয়েল আহমেদ জনি, সোহেল, আমির উদ্দিন শিপন প্রমুখ। বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে ৫ জোড়া গ্লাভস, ১ জোড়া প্যাড ও এথলেটিক্স খেলোয়াড়দের জন্য ১ টি বর্শা প্রদান করা হয়েছে। বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ কে এম এনামুল হক বলেন, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন বানিয়াচং বক্সিং একাডেমির পাশে সবসময় থাকার ঘোষণা দিচ্ছে।
আমরা আপনাদের সফলতায় মুগ্ধ হয়েছি।
আপনাদের কাছ থেকে আরও বেশি সফলতা আশা করছি।