শাহ সুমন,(বানিয়াচং) প্রতিনিধিঃ-বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে নগদ অর্থ এবং জুয়ার সরঞ্জামদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত্রীকালীন অভিযানে উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২শ১০ টাকা এবং খেলার তাস উদ্ধার করা হয়েছে।থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলায় ৯নং পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজারের নিকটবর্তী দৌলতপুর সাকিনস্থ লুৎফর এর পাকা বাড়ীর পেছনের ছোট কোঠায় অভিযান পরিচালনা করা হয়।এসময় সেখানে জুয়া খেলায় অবস্থানরত জুয়াড়িগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফোর্সদের সহযোগিতায় তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জুয়াড়িরা ৯নং পুকড়া ইউনিয়নের রজব আলীর পুত্র লুৎফর রহমান (৩৭),সুরুজ আলীর পুত্র আশিকুর রহমান(৩৫),শুক্কুর খানের পুত্র মোঃ গোলাপ খান(৩০),ছুরুক মিয়ার পুত্র আরজু মিয়া(৫০),রজব আলীর পুত্র খোকন মিয়া(৩০),দুদাই মিয়ার পুত্র জলফু মিয়া(৩০)।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন,বানিয়াচং থানায় প্রকাশ্যে জুয়া আইনে মামলা রুজু পূর্বক আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।