![InShot_20220408_162246367](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220408_162246367-scaled.jpg)
শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত তিন আসামীকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
(৭ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই অঞ্জন কুমার নাহা, এসআই বিপুল কুমার দেব নাথ, এএসআই চিত্ত রঞ্জন বিশ্বাস সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী এক নম্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দওপাড়া (গড়পাড়া) গ্ৰামের ওয়াহিদ উল্লার ছেলে লেবু মিয়া (৩৫) কে। ছয় নম্বর ইউনিয়নের কাগাপাশা গ্ৰামের মৃতঃ আনিছ মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়াকে লামাপাড়া গ্ৰামের বাচ্চু মিয়ার ছেলে সেলু মিয়া(২০),কে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন,আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।