শাহ সুমন, বানিয়াচং থেকেঃ হবিগঞ্জের বানিয়াচং সদরে অবস্থিত দারুল আকরাম নূরানী হাফিজী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।(২০জুলাই) সকাল ১০টায় মাদ্রাসার পরিচালক মোহতামিম মাওঃ মুনতাসীর আলম সুহান সভাপতিত্বে ও নাজিম তালিমাত মাওঃ শওকত হুসাইনের সঞ্চালনায়। সভাপতির বক্তব্যে বলেন আখিরাত পেতে হলে ছেলে মেয়েকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, সহকারী শিক্ষক মাওলানা নাজমুল হুসাইন, সহঃ শিক্ষক হাফেজ শহিদুল্লাহ, সহঃ শিক্ষক মাস্টার আব্দুল রাকিব, হাফেজ ইব্রাহিম খলিল।
এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ২য় শ্রেণী পর্যন্ত ১৭০ জন ছাত্র – ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহন ৩য় শ্রেনীর ২১ ছাত্র – ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহন করে জিপিএ ফাইভ পেয়েছে ৯জন। এসময় ২১ জন ছাত্র – ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন মোহতামিম মাওঃ মুনতাসীর আলম সুহান। বলেন সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসা এগিয়ে যাবে ইনশাল্লাহ। উপস্থিত ছিলেন ছাত্র – ছাত্রীর অভিভাবকগন।