শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি:বানিয়াচংয়ে জাতীয় শিশু পুরস্কার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ জুন) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, আবুল মনসুর তুহিন, সাধনা রাণী সূত্রধর, আবু ইউসুফ, সাইফুল ইসলাম, অপূর্ব চন্দ চন্দ, আসাদুর রহমান খান, কাজল মিয়া প্রমুখ।
Drop your comments: