শাহ সুমন, বানিয়াচং: বানিয়াচংয়ে কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খেকেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউন উল্লা, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, মহিলা সমিতির সভানেত্রী পিউলি খানম, ইউপি সদস্য শামীমা খাতুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেছেন আপনার সন্তান আপনার ভবিষ্যত। তাই কোন কন্যা সন্তানকে অবহেলা না করে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলুন। পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানরাই পিতা মাতার বেশী খেয়াল রাখে। তাই পুত্র অথবা কন্যা যাই হউক না কেনো উভয়কেই সকল প্রকার বৈষম্যের উর্ধেব থেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলুন।