
গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।
মঙ্গলবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. কুতুবউদ্দিন।
তিনি বলেন, গতিপথ সন্ধ্যায় নিজ বাসার বাথরুমে পড়ে যান সম্রাট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার এক্স-রে করা হয়েছে। কোথাও কোনো আঘাত বা হাঁড় ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। বুধবার রিপোর্ট আসলে বোঝা যাবে তার হৃদযন্ত্রের কন্ডিশন কেমন।
Drop your comments: