রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩০ মে) ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডি আই টি রোডের তিনতলা ভবনের নিচ তলায়। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Drop your comments: