অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: আগামী বাজেট হবে গরীব বান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে।
তিনি আজ সংসদে যাওয়ার আগে সকাল সাড়ে ১০ টার দিকে গুলশানের বাসভবনের নীচে গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন।
তিনি জানান, এ বাজেট দিয়ে এবারও সফল হবে সরকার। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরীব করে কিছু অর্জন করতে চায় না। এসময় তিনি বলেন, সরকারের দেয়া এ যাবৎকালের সব বাজেট নির্বাচনকে ঘিরে তাই এ নিয়ে বিশেষ কিছু নেই এবার।
তিনি বলেন, নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেবার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলেও মনে করেন তিনি।
Drop your comments: