![InShot_20220609_150719736](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220609_150719736-scaled.jpg)
একাদশ জাতীয় সংসদে চলমান ১৮তম অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত কিছু পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাড়তে পারে বিদেশি এসি-রেফ্রিজারেটর, বিলাসবহুল গাড়ি, আমদানিকৃত বিস্কুট, চকলেট, জুস, শ্যাম্পু, টুথপেস্ট, ইমিটেশন জুয়েলারি সামগ্রী।
বিদেশ থেকে আমদানি করা মেলামাইন, টিউবলাইট ও অ্যালকোহলে দাম বাড়তে পারে। মেডিটেশন সেবা, কোভিড টেস্ট কিট, পিপিই, এলপিজি সিলিন্ডার, বিড়ি, সিগারেট ও জর্দ্দার দামও বাড়তে পারে।
স্থানীয় শিল্প সুরক্ষা উদ্যোগ থাকছে এ বাজেটে। তাতে কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রাংশ, স্থানীয়ভাবে উৎপাদিত খেলনা, মোবাইল ফোন, কম্পিউটার, দেশি ল্যাপটপ। স্থানীয়ভাবে উৎপাদিত প্রিন্টার, দেশি গাড়ি, রেফ্রিজারেটর ও এসির দাম কমতে পারে।