![InShot_20230506_092744472](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230506_092744472.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীর নালুয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল জব্বার শেখ(২৬) নামে এক কৃষক নিহত ও মোঃ রাজিব শেখ(২৬) গুরুতর আহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা প্রতিপক্ষ দেলোয়ার মুন্সি ও আকাশ মুন্সির বাড়ীতে অগ্নিসংযোগ করে। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার বড়বাক এলাকার আব্দুল হক শেখের ছেলে ও গুরুতর আহত মোঃ রাজিব শেখ উপজেলার গোড়া নালুয়া এলাকার মোঃ তৈয়ব শেখের ছেলে। শুক্রবার (৫ মে) রাত পোনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক সৈয়দ বাবুল আক্তার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পোনে দশটার দিকে গোড়া নালুয়া এলাকায়
আছমা নামে এক মহিলার শ্লীলতাহানীর বিষয় নিয়ে আব্দুল জব্বার শেখ ও মোঃ রাজিব শেখের সাথে প্রতিপক্ষ দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ও দিনু মুন্সির সাথে তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি আকাশ ধারালো ছুরি দিয়ে ভিকটিমদ্বয়কে গুরুত্বর আঘাত করে । এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষনা করেন এবং আহত মোঃ রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ও দিনু মুন্সির বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
জেলা পুলিশ সুপার মোঃ আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।