জেলা প্রতিনিধি বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক বাড়ি থেকে ৪৭টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অপরাধে আনু মাঝি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) রাতে চিতলমারী উপজেলার উত্তর লড়ারকুল এলাকার আনুর বাড়িতে অভিযান চালিয়ে এসব গাছ উদ্ধার করা হয়।আটক আনু উত্তর লড়ারকুল এলাকার মৃত আ. মজিদ মাঝির ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনু মাঝির বাড়ির বিভিন্ন স্থানে চাষ করা ৪৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে চিতলমারী থানায় মামলার প্রস্তুতি চলছে।
Drop your comments: