বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ৩১২ জন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান উর্ত্তীর্ণ মেধাবী
শিক্ষার্থীকে এককালীন ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ ।
মঙ্গলবার ( ১০ মে) সকালে শহরের শালতলাস্থ জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শেখ আজমল হোসেন।
অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৩১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়।
বক্তারা, মেধাবী শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহন করে দেশের সেবায় আত্ম
নিয়োগ আহবান জানান।