বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে ২৬ ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত বাগেরহাট জেলার ২৬ জন ক্রীড়াবিদকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আজিজুর রহমান তার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলার এসব কৃত্বি ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ক্রেস্ট ও টাকা তুলে দেন।
কৃত্বি খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, সিনিয়র সহকারী কমিশনার অনুজা মন্ডল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমাদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিক তানিয়া আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ হায়দার আলী বাবু, জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা আসমা আক্তার, শওকত আলী বাবু প্রমুখ।
অনুষ্ঠানে এশিয়ান গেমস এ অংশ গ্রহনকারী একমাত্র পুরুষ ভারোত্তোলন খেলোয়াড় বাগেরহাটের নাইমসহ ভারত্তোলন, ব্যাডমিন্টন, সাইকেলিংসহ বিভিন্ন ক্যাটাগরীতে স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্চ পদকপ্রাপ্ত ২৬ জন খেলোয়াড়কে সম্মাননা প্রদানসহ নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।