বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার কে.এম.আরিফুল হক(পিপিএম)নির্দেশনায় বাগেরহাট সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
০৭ নভেম্বর ২০২২ সোমবার বেলা ১১টায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্র হালদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে জেলার সদর থানার এ্যাডভোকেট আকবর হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তায় তয়েব আলীর (৬০) নিকট হতে একটি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে ২১ কেজি হরিণের মাংস আটক করা হয়, তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মৃতঃ মনির উদ্দিন সানা মিয়ার ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্র হালদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য তিনি দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করিয়া অবৈধভাবে হরিণ শিকার করে ‘‘মাংস নিজ দখলে রেখে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছেন, সে ১৯২৭ সালের বন আইনের ২৬(১) (খ)/২৬(১-ক) (চ) তৎসহ ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা)আইন এর ৩৪(খ)/৩৭/৪১ ধারার অপরাধ করছে, ও তার নামে ইতি পূর্বে বাগেরহাট সদর থানার এফআইআর নং-১৬, তারিখ-১৮/০২/২০১৭ ধারা-২০১২ সালের বন্যপ্রানী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন রুজু আছে,এ ব্যাপারে পরর্বতী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।