বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কে গত ২৩ মে সোমবার সন্ধা ৭টায় শ্যামবাগাত এলাকায় সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল আরোহী (অবঃ) বিডিআর সদস্য দিপক কুমার ঘোষ (৫৫) নিহত হয়। জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌ বাহিনীর একটি পরিবহন পেছন দিক থেকে মটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় দিপক
কুমার ঘোষ এবং মিলন কুমার ঘোষ গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিপক
কুমার ঘোষকে মৃত ঘোষনা করেন। নিহত দিপক কুমার
ঘোষ শুভদিয়া ইউনিয়নের ভাঙ্গনপাড় গ্রামের মৃতঃ বিজয় লাল ঘোষ এর পুত্র। এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানার
(ওসি) মো: আলী জানান, দুর্ঘটনায় কবলিত
মটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা
হয়েছে, নিহতের পরিবার চাইলে আইন অনুযায়ী মামলা
গ্রহন করা হবে।