
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১২ অক্টোবর) বিকালে শ্রমিক সমাবেশ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শহরের রেল রোডস্থ দলীয় কার্যালয় চত্বরে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সমাবেশে আরও বক্তৃতা করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, জেলা শ্যমিক লিগের সাধারন সম্পাদক খান আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া নিপুসহ জেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।