![InShot_20220903_202727771](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/09/InShot_20220903_202727771-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, পুনাক বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সোমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, মো. রাসেলুর রহমান, মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।মেলায় বস্ত্র, খাদ্য, কসমেটিকস, খেলনাসহ বিভিন্ন পণ্যের ৫০টি স্টল বসেছে। পুনাকের এ মেলা আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে।