বাগেরহাট প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা দল।
সোমবার (১৪ মার্চ) দুপুরে শহর রক্ষাবাধ এলাকায় জেলা মহিলা দলর দুই গ্রুপ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জেলা মহিলা দলের সভাপতি তৈফিকা কালাম ও সিনিয়ার সহ সভাপতি শিরিনা আক্তারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, বাগেরহাট পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ মেরী, মহিলাদল নেত্রী নারগীস আক্তার লুনা, সাবিনা ইসমিন, রোজী নাহিদ, নিলুফা ইয়াসমিন, নারগীস আক্তার ইভা, তাসলিমা খানম লিমা, ফাতেমা পান্না,আরা বেগম, ফারজানা কুলসুম, শিল্পি বেগম প্রমুখ
বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনার দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।