বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার (৫জুন) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আরিফিন বাদলের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহম্মদ রেজাউল করিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সদর সাকেল মাহমুদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েতউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনন্দিন জীবনযাত্রায় প্লাস্টিক পণ্যের ব্যবহার বেড়ে যাচ্ছে। এই প্লাস্টিক পণ্য ব্যবহারের পর তা অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ডাম্পিং পরিবেশের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। তাই প্লাস্টিক পণ্য ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
Drop your comments: