বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) বিকালে শহরের রেডি অডিটরিয়ামে পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)’-এর আওতায় রূপান্তরের ব্যবস্থাপনায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপার্সন ফরিদা আক্তার বানু লুসীর সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ টংকর, কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাফ্ফর হোসেন, উপদেষ্টা সদস্য আহাদ উদ্দিন হায়দার, মুখার্জী রবিন্দ্র নাথ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, তানিয়া খাতুন, শেখ শহিদুল ইসলাম, শেখ আছাদ, কো-চেয়ারপার্সন রিজিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য সাংবাদিক বাবুল সরদার, সৈয়দ শওকত হোসেন, শেখ শাকির হোসেন, আব্দুল্লা বণী সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সদস্যদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে জেলার ৪টি উপজেলায় কার্যক্রম অব্যাহত রয়েছে।