বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
বাগেরহাটের ৪টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলো, সংসদীয় আসন-৯৫(বাগেরহাট-১) শেখ হেলাল উদ্দিন এমপি, সংসদীয় আসন-৯৬(বাগেরহাট-২)শেখ তন্ময় এমপি, সংসদীয় আসন-৯৭(বাগেরহাট-৩) হাবিবুন নাহার এমপি ও সংসদীয় আসন-৯৮(বাগেরহাট-৪)এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বাগেরহাট জেলা থেকে শুধু বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল হক মিলনের স্থানে সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। বাকি সকল আসনেই সাবেক মনোনীত প্রার্থীদের পূনরায় মনোনীত করা হয়েছে।