বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সংক্রান্ত সভায় বক্তব্য রাথেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন হোসেন, পৌর মেয়র, খান হাবিবুর রহমান , বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান নাসির সরদার, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। এছাড়াও জেলার তিন পৌর সভার মেয়র ও কাউন্সিলনগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ডেঙ্গুর ডিম থেকে লার্ভা তৈরি হওয়ার আগেই ধ্বংস করতে হবে। কোনো অবস্থায়ই লার্ভা থেকে ডেঙ্গুতে পরিণত হতে দেওয়া যাবে না। জেলা ও উপজেলায়ও এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। বাড়ির আশপাশে ও রাস্তায় ময়লা ফেলা যাবে না। তাই ডেঙ্গুর প্রজননক্ষেত্র চিহ্নিত করে ধ্বংস করার প্রতি জোর দাবি জানান তিনি।