বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি মিলনায়তন এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খন্দকার মোহম্মদ রেজাউল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আছাদুর রহমান, জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির, সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ, প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন প্রমুখ। এতে প্রায় দুই শতাধিক কোমল মতি শিশু কিশোর অংশগ্রহন করেন।
Drop your comments: