বাগেরহাট প্রতিনিধিঃ জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগ মূলত কুকুরের কামড়ে অথবা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামর অথবা আচঁড়ের মাধ্যমেও এ রোগ ছড়ায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ মানুষ কুকুর , বিড়াল,শিয়ালের কামড়ে বা আচড়ের শিকার হয়ে থাকে। যাদের মধ্যে বেশীর ভাগই শিশু। আর এই রোগ প্রতিরোধে বাগেরহাটে জাতীয় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকশি এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া
পারভিন, সদর মডেল থানা ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার প্রগ্রাম কো-অর্ডিনেটর মো: কামরুজ্জামান, প্রগ্রাম
সুপারভাইজার আমজাদ হোসেন, এছাড়া বাগেরহাট সদও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের
চেয়ারম্যানবৃন্দ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বাস্থ্য মন্ত্রনালয়( রোগ নিয়ন্ত্রন শাখা), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং প্রাণী সম্পদ
মন্ত্রনালয়ের উদ্দ্যোগে দেশ ব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষোধক টিকাদান(এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের সকল জেলায় সকল
উপজেলায় ১ম রাউন্ড এবং ২৩ টি জেলার সকল উপজেলায় ২য় রাউন্ড ও ৭ টি জেলার সকল
উপজেলায় ৩য় রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় ২৩ লক্ষ ৬১ হাজার ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা কুকুরকে প্রদান করা হয়েছে।