বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা থানায় পূর্ব শত্রুতার জের ধরে হত্যা চেষ্টা করে বিনোদ সরকার নামে এক অসহায় ব্যাক্তি কে বাজার যাওয়ার পথে ২০/২৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে খুনের উদ্দেশ্যে আঘাত করায় মোংলা থানায় নিজে বাদি হয়ে ৪ জনকে আসামী করে মামলা করেন
গত ১৭ এপ্রিল ২০২২ তারিখ সময় ৫ টা ৫০ মিনিটে চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করতে জেলার সদর থানানার ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে র্যাব-৬ অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলা প্রধান আসামী ১৷ মোঃ সুলতান হাওলাদার(৫০), পিতা-মৃত মোহাব্বত আলী হাওলাদার, সাং- কানাইনগর সহ তার সহযোগী আসামী ২। খোকন ঘোষাল(৩০), পিতা-মৃনাল ঘোষাল, সাং-কালিকাবাড়ী, ৩। বেল্লাল খাঁ(৪৫), পিতা-মৃত আরশাদ আলী খাঁ, সাং-কানাইনগর, ৪। মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০), পিতা-মৃত বুলবুল ব্যাপারী, সাং-কানাইনগর, গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।