এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সারাদেশের ন্যায় এবার বাগেরহাট জেলায় আরো ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হলো।
২১ জুলাই (বৃহস্পতিবার) গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রায়ন কেন্দ্রে যুক্ত হয়ে উপকার ভোগীদের সাথে কথা বলেছেন।এ সময় জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন ও উপ মন্ত্রী হাবিবুর নাহার, খুলনা
সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক,বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন,পুলিশ সুপার আরিফুল ইসলামসহ আরও অনেকে।